গত শুক্রবার গ্রেস জিন ড্রেক্সেল চীনে থাকা তার বাবা খ্রিষ্টান ধর্মযাজক জিন মিনগ্রির কাছ থেকে একটি খুদে বার্তা পান। সেখানে গ্রেসকে বলা হয়, অপর এক ধর্মযাজককে পাওয়া যাচ্ছে না। তার জন্য যেন প্রার্থনা করে।