leadT1ad

প্রাকৃতিক স্বর্গরাজ্য সেন্ট অ্যান্ড্রুজ বে

দক্ষিণ জর্জিয়ার সেন্ট অ্যান্ড্রুজ বে পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ স্থান, যা ঘিরে আছে তুষার-ঢাকা সুউচ্চ পর্বত, গলিত হিমবাহ এবং জীবনে ভরপুর বিস্তীর্ণ বালুকাময় সৈকত। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম কিং পেঙ্গুইন উপনিবেশ। যেখানে দুই লাখেরও বেশি প্রজনন যুগল বসবাস করে। পাশাপাশি দেখা যায় বিশালাকার ফার সীল ও চঞ্চল ফার সীল। এই অঞ্চলে আরও আসে স্কুয়া, পেট্রেল, এবং অ্যালবাট্রস-এর মতো সমুদ্রপাখি, যা সৃষ্টি করে প্রকৃতির এক জীবন্ত সিম্ফনি। এটি কেবলমাত্র অভিযাত্রী ক্রুজ জাহাজের মাধ্যমে পৌঁছানো যায়, যেখানে দর্শনার্থীরা ছোট জোডিয়াক বোটে নামেন এবং উপভোগ করেন অনাঘ্রাত প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিশ্বাস্য দৃশ্য। কঠোর পরিবেশগত নিয়ম এই নাজুক বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখে, ফলে পর্যটকরা পৃথিবীর অন্যতম দূরবর্তী ও অক্ষত প্রাকৃতিক স্বর্গে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভ করতে পারেন। সেখান থেকে ছবিগুলো তুলেছেন তানভীর অপু।

বিশ্বের অন্যতম বৃহত্তম কিং পেঙ্গুইন আবাসস্থল এই অঞ্চল

বালুকাময় সৈকতে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য

ফার সীল

পানিতে সাঁতার কাটছে পেট্রেল

খেলা করছে এক কিং পেঙ্গুইন পরিবার

পৃথিবীর অন্যতম বিরল প্রজাতির অ্যালবিনো সাদা ফার সীল

প্রাকৃতিক এই স্বর্গে দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা

ঘুরে বেড়াচ্ছে এক ফার সীল

দক্ষিণ জর্জিয়ার সেন্ট অ্যান্ড্রুজ বে’তে তিন ভ্রমনপিপাসু

Ad 300x250

সম্পর্কিত