leadT1ad

রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১: ৫৪
রাতের তাপমাত্রা সামান্য বাড়াতে পারে। ছবি: সংগৃহীত

আজ সারা দেশের আবহওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তবে আগামী ২২ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পরবর্তীতে ঘনীভূত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬-১০ কিলোমিটার।

Ad 300x250

সম্পর্কিত