leadT1ad

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুধু নির্বাচন নয়, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি ভয়াবহ ফ্যাসিবাদ সরকার বিতাড়িত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। কোনোভাবেই সুযোগ হাতছাড়া করা যাবে না।’

বুধবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখন সংস্কার নিয়ে নানা কথা শুনি, বিএনপিকে বলা হয় সংস্কারবিরোধী। অথচ দেশে বিএনপি সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেন। এরপর ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল রাজনৈতিক দল, গুণীজন, অংশীজনের পরামর্শে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেন।’

মির্জা ফখরুল বিএনপি প্রসঙ্গে বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন লড়েছি। এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। অন্যের মতকে সহ্য করতে হবে। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করবো। গণতন্ত্রের মূল কথা হচ্ছে—আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মতপ্রকাশের যে স্বাধীনতা হরণ করব না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত