জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সাল ও তার পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি
আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তারিখ, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটপ্ল্যান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদন ফির পরিমাণ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) এবং ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা আবেদ ফি নির্ধারিত হয়েছে। ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফির পরিমাণ ৭০০ টাকা।
‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ, প্রতিটির জন্য গত ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
জাবির বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও জিপিএ নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমকি ৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০) থাকতে হবে। ‘বি’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০), মানবিক, ব্যবসায় শিক্ষা বা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০) থাকতে হবে। ‘সি১’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০) থাকতে হবে।
‘ডি’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯ দশমিক ০০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ০০ থাকতে হবে। ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ০০ থাকতে হবে। এর মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ০০ ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) আবেদনের জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮ দশমিক ০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭৫) এবং মানবিক, ব্যবসায় শিক্ষা বা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০) নির্ধারণ করা হয়েছে।
জিসিই ও এ লেভেলের জন্য নূন্যতম যোগ্যতা
জি সি ই ২০২০ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২৪ অথবা ২০২৫ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ৪ গ্রেড বা সমমান ও তিনটি বিষয়ে কমপক্ষে গ্রেড বা সমমান থাকতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
এ লেভেল শিক্ষার্থীদের ‘এ’ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড বা সমমান, ‘বি’ ইউনিটের ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ৪ গ্রেড বা সমমান, ‘সি’ ইউনিটের ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ৪ গ্রেড বা সমমান, ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড বা সমমান থাকতে হবে।
এছাড়া প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার মানবণ্টন
৫৫ মিনিটের পরীক্ষায় এমসিকিউ (এমসিকিউ) পদ্ধতিতে সকল ইউনিটে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা নিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উত্তরপত্র মূল্যায়ন করা হবে ওএমআর পদ্ধতিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০ দশমিক ২০ নম্বর। এছাড়া সকল ইউনিটের জন্য পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪৫ শতাংশ (৮০ নম্বরের মধ্যে ৩৬ নম্বর) ঠিক করা হয়েছে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান হতে হবে।
তবে এ বছরও বিভাগীয় শহরে হচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্ট্রিমকে বলেন, ‘আমাদের হাতে অল্প সময় থাকায় ও সামনে যেহেতু নির্বাচন, তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
শিফট ভিত্তিক পরীক্ষা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদনের সময়সীমা শেষ হলে মোট আবেদনের পরিপ্রেক্ষিতে শিফটে পরীক্ষা হবে নাকি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’