একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যে দাবি করেছেন, তার সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) কাঠামোর আওতায় পাকিস্তানের বাজারে প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছে। এর আওতায় তৈরি পোশাক, জ্বালানি, ওষুধ, কৃষিপণ্য এবং তথ্যপ্রযুক্তি রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ।