স্ট্রিম প্রতিবেদক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। সফরে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সচিব জানান, ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তার সঙ্গে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও আসবে। এই দলে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী থাকবেন।
এই সফরে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে আসাদ আলম সিয়াম বলেন, এতে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। ২২ নভেম্বর সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
‘পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভুটানের প্রধানমন্ত্রী। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হবে। একইদিন প্রধান উপদেষ্টার সঙ্গেও একান্ত বৈঠক হবে। এছাড়া দুই দেশের মধ্যকার প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হবে তাঁর। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন,’ যোগ করেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘এই সফরে ভুটানের সঙ্গে ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ, ভুটানে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ এবং কৃষি সহযোগিতা—এই তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিষয়গুলো এখনো আলোচনা চলছে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ‘আইসিইউতে’ চলে গেছে বলে মন্তব্যের প্রসঙ্গে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘ভুটান ও বাংলাদেশ সার্কের সদস্য। এই সংস্থাকে আরও গতিশীল করতে আমাদের নিশ্চয়ই প্রস্তাব থাকবে ভুটানের প্রতি। রেগুলার মুভমেন্টের ক্ষেত্রে ভুটানের কিছু আপত্তি রয়েছে। আমরা বিষয়টি ভুটানের কাছে আবার তুলবো, আলোচনার মাধ্যমে তাদের অসুবিধাগুলো দূর করার চেষ্টা করবো।’
ভুটানের কাছ থেকে জলবিদ্যুৎ আনা নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের একটি প্রস্তাব রয়েছে। ভুটানের পক্ষ থেকেও আগ্রহ আছে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ভুটান ও ভারতের মধ্যে আলোচনা শেষে বাংলাদেশের সঙ্গে আলাপ এগোবে বলে আশা করি।
ভ্রমণ কর নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘ভ্রমণ কর যে অবস্থায় আছে, সে অবস্থায় রাখার অনুরোধ থাকবে। আরও কমানো যায় কিনা—সেই বিষয়েও আলোচনা হবে।’

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। সফরে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সচিব জানান, ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তার সঙ্গে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও আসবে। এই দলে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী থাকবেন।
এই সফরে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে আসাদ আলম সিয়াম বলেন, এতে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। ২২ নভেম্বর সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
‘পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভুটানের প্রধানমন্ত্রী। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হবে। একইদিন প্রধান উপদেষ্টার সঙ্গেও একান্ত বৈঠক হবে। এছাড়া দুই দেশের মধ্যকার প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হবে তাঁর। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন,’ যোগ করেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘এই সফরে ভুটানের সঙ্গে ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ, ভুটানে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ এবং কৃষি সহযোগিতা—এই তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিষয়গুলো এখনো আলোচনা চলছে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ‘আইসিইউতে’ চলে গেছে বলে মন্তব্যের প্রসঙ্গে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘ভুটান ও বাংলাদেশ সার্কের সদস্য। এই সংস্থাকে আরও গতিশীল করতে আমাদের নিশ্চয়ই প্রস্তাব থাকবে ভুটানের প্রতি। রেগুলার মুভমেন্টের ক্ষেত্রে ভুটানের কিছু আপত্তি রয়েছে। আমরা বিষয়টি ভুটানের কাছে আবার তুলবো, আলোচনার মাধ্যমে তাদের অসুবিধাগুলো দূর করার চেষ্টা করবো।’
ভুটানের কাছ থেকে জলবিদ্যুৎ আনা নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের একটি প্রস্তাব রয়েছে। ভুটানের পক্ষ থেকেও আগ্রহ আছে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ভুটান ও ভারতের মধ্যে আলোচনা শেষে বাংলাদেশের সঙ্গে আলাপ এগোবে বলে আশা করি।
ভ্রমণ কর নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘ভ্রমণ কর যে অবস্থায় আছে, সে অবস্থায় রাখার অনুরোধ থাকবে। আরও কমানো যায় কিনা—সেই বিষয়েও আলোচনা হবে।’

একটি ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৩৫ শতাংশ ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকি ঠেকাতে এখনই সব আবাসিক ভবনের গুণগত মান পরীক্ষা করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।
১ ঘণ্টা আগে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না।’ এ কারণে তিনি আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার সেনাকুঞ্জে তাঁদের মধ্যে এ বৈঠক হয়।
২ ঘণ্টা আগে
নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেওয়াল ধসে কাজিম আলী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে