leadT1ad

ভূমিকম্পে নরসিংদীতে দেয়াল ধসে বৃদ্ধর ‍মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেওয়াল ধসে কাজিম আলী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ভূমিকম্পের সময় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নরসিংদীর চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ভূমিকম্পে এক বৃদ্ধ লোকের ‍মৃত্যু হয়েছে। বৃদ্ধ লোক যে ঘরে থাকতেন, সেই ঘর মাটির দেয়াল ছিল। দেয়াল ধসেই তাঁর মৃত্যু হয়েছে।’

এদিকে ভূমিকম্পে আহত ৫০-এর বেশি ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার জানিয়েছেন।

মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, ‘আমাদের হাসপাতালে ভূমিকম্পে আহত এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি লোককে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এছাড়া নরসিংদী জেলা হাসপাতালে আহত প্রায় ৩০ জন ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। বড় কোন ভবন ধসের ঘটনা না ঘটলেও আনেক ভবন ও বাড়িঘরে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত