leadT1ad

প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৯: ৪০
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

দুবাই এয়ার শো’তে প্রদর্শনী চলার সময়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) এই ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, ‘আজ দুবাই এয়ার শো’তে অ্যারিয়াল ডিসপ্লে চলাকালে আইএএফ-এর একটি তেজস বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় পাইলট মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন। আইএএফ এই দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত ও এই শোকের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভারতের তৈরি এই যুদ্ধবিমান মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় ও অগ্নিগোলকে পরিণত হয়।

এটি তেজস বিমানের ইতিহাসে দ্বিতীয় নথিভুক্ত দুর্ঘটনা। ভারতীয় বিমান বাহিনী যখন এই বিমানের উন্নত সংস্করণ ‘এলসিএ এমকে-১এ’ অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে, তখনই এই দুর্ঘটনা ঘটল।

এর আগে, ২০২৪ সালের ১২ মার্চ রাজস্থানের জয়সলমেরের কাছে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে স্বনির্ভরতা প্রদর্শনের জন্য আয়োজিত ‘ভারত শক্তি’ ত্রি-বাহিনী মহড়ায় অংশ নেওয়ার কয়েক মিনিট পরেই ওই দুর্ঘটনা ঘটে। তবে সেই ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

উল্লেখ্য, দুবাই এয়ার শো নামক এই দ্বিবার্ষিক আয়োজন অস্ত্র শিল্প ও মহাকাশ সংস্থাগুলোর জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বোম্বার্ডিয়ার, ডাসল্ট এভিয়েশন, এয়ারবাস ও লকহিড মার্টিনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ সংস্থাগুলো এতে অংশ নেয়। গত ১৭ নভেম্বর শুরু হওয়া এই এয়ার শো-র আজই ছিল শেষ দিন।

Ad 300x250

সম্পর্কিত