সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহত ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বানও জানিয়েছেন নাহিদ ইসলাম৷
বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রের বর্ণনায় বিমান বিধ্বস্তের ঘটনার বিবরণ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যেসব নিহতের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই শব্দ, এই আগুন, এই ধোঁয়া—সব ছাপিয়ে শুধু একটা মায়ের কান্না আজ ভেসে আসছে বিধ্বস্ত উত্তরার বাতাসে: ‘আমার ছেলেটা কোথায়, ও বেঁচে আছে তো?’
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) জরুরি বিভাগের সামনে অন্যদিনের তুলনায় বেশি ভিড়। কিছুক্ষণ পরপর সাইরেন বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স। সেনাসদস্য ও হাসপাতালে কর্মরতদের সহায়তায় অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে আহতদের।
বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন। এ হাসপাতালে ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।
২০০৮ থেকে ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই সিরিজের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন। এবাররই প্রথম নয়, এ সিরিজের বিমান এর আগেও বাংলাদেশে তিনবার বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করছিলেন বৈমানিক মোঃ তৌকির ইসলাম। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইউনিটে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে। তাঁর সেল মোবাইল নম্বর হলো ০১৭৩৭১৪২৬৯৪। এই দলের অন্য সদস্যরা হলেন ডা. মাহমুদা আলম মিতু (০১৭১৫৬৪৮২২৪); ডা. মো. ইউসুফ জামিল তিহান (০১৭১২৭১৪১৬৮), ডা. মনির হোসেন (০১৭৭০৫৯১৫২৯)
তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় প্রাণহানির জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসিফ নজরুল
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি সেবা খোলা হয়েছে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে।
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।