leadT1ad

মাইলস্টোন ট্রাজেডি: দুই মাস পর ছাড়পত্র পেল আরও ২ শিশু

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ রোববার দুপুরে দুর্ঘটনার দুই মাস পূর্তির দিনে ছাড়পত্র পাওয়া দুজন হলো, নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপি বড়ুয়ার শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আর বাকিদের মধ্যে আজকের দুজনসহ এখন পর্যন্ত মোট ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরও চিকিৎসাধীন আছেন আট জন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

Ad 300x250

সম্পর্কিত