leadT1ad

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮: ২২
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: বাসসের সৌজন্যে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরতে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘ট্রাভেল পাস…উনি চাইলে ইস্যু হবে।’ তখন ওই সাংবাদিক জানতে চান, ‘এখনো চান নাই?’ জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে এখনো চাননি।’

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার ভোরে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার এমন গুরুতর সময়ে যুক্তরাজ্য থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এ নিয়ে গত শনিবার তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

বিষয়টি নিয়ে পরে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

এরপর রোববার ডিক্যাব টকে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান যদি লন্ডন থেকে দেশে ফিরতে চান, তবে তাঁকে একদিনের মধ্যেই ট্রাভেল পাস (দেশে ফেরার অনুমতিপত্র) দেওয়া হবে।

পাসপোর্ট না থাকলে তারেক রহমান কীভাবে ফিরবেন– এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যখন কারও পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন তিনি যদি দেশে ফিরতে চান, আমরা তাঁকে ‘ওয়ান টাইম ট্রাভেল পাস’ দিয়ে থাকি। এটি দিতে একদিন সময় লাগে। কাজেই তিনি যদি আজ বলেন যে আসবেন, আগামীকাল তাঁকে আমরা এটি দিয়ে দেব। পরশু তিনি বিমানে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটি তাঁর নিজস্ব ব্যাপার।’

Ad 300x250

সম্পর্কিত