leadT1ad

তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তৌহিদ হোসেন। স্ট্রিম ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি লন্ডন থেকে দেশে ফিরতে চান, তবে তাঁকে একদিনের মধ্যেই ট্রাভেল পাস (দেশে ফেরার অনুমতিপত্র) দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পাসপোর্ট না থাকলে তারেক রহমান কীভাবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যখন কারও পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন তিনি যদি দেশে ফিরতে চান, আমরা তাঁকে ‘ওয়ান টাইম ট্রাভেল পাস’ দিয়ে থাকি। এটি দিতে একদিন সময় লাগে। কাজেই তিনি যদি আজ বলেন যে আসবেন, আগামীকাল তাঁকে আমরা এটি দিয়ে দেব। পরশু তিনি বিমানে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটি তাঁর নিজস্ব ব্যাপার।’

এর আগে, নিজের অসুস্থ মায়ের অবস্থা এবং দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সরকার কোনো সুবিধা দেবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই। অবস্থার যদি কিছুটা উন্নতি হয়, তখন নেওয়া হবে। সেজন্য দলটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। যেখানে যতটুকু সহায়তা প্রয়োজন, আমরা করব।’

তারেক রহমান দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন কি না—এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নেই, সেটা গণমাধ্যমের খবরেই আমরা জানি। এ বিষয়ে আমাদের কাছে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই।’

তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন না বা তিনি ‘নন-রিটার্নি’ (দেশে ফেরার অযোগ্য) স্ট্যাটাসে আছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো বার্তা নেই।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘একজন নাগরিককে তাঁর নিজ দেশে ফিরতে দেওয়া হবে না, বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়। বাংলাদেশ যদি তাঁর নাগরিককে দেশে ফিরিয়ে আনতে চায়, তাহলে অন্য একটি দেশ কীভাবে তা আটকাতে পারে?’ তবে এ বিষয়ে বিস্তারিত জানা নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Ad 300x250

সম্পর্কিত