leadT1ad

সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯: ৫৮
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দুই দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোমবার দেশে ফিরে গেছেন। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর বহনকারী ফ্লাইট দেশত্যাগ করে।

এ সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক ‘গার্ড অব অনার‘ দেওয়া হয়।

গত শনিবার সকালে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও ভুটান স্বাস্থ্যসেবা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া সফরকালে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি শীর্ষ কর্মকর্তা এবং এনসিপি, জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত