ইলন মাস্ক: ‘উন্মাদ’ ধনকুবের নাকি নিখুঁত স্বপ্নদ্রষ্টা
ইলন মাস্ক এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় ধনকুবেরদের একজন। গতকাল ছিল তাঁর জন্মদিন। বিখ্যাত ইংরেজি ম্যাগাজিন ‘ফোর্বস’–এর তথ্যমতে, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ৪০৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। কিন্তু কে এই ইলন মাস্ক? কেনইবা এত সম্পদের মালিকানা তাঁর হাতে? কারও মতে, ইলন এক ‘লাগামহীন ঘোড়া’।