leadT1ad

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’—প্রতিপাদ্যে আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

স্ট্রিম ডেস্ক
ঢাকা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২১
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। ছবি: সংগৃহীত

‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’—প্রতিপাদ্যে আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বাড়াতে ইউনেস্কো স্বীকৃত এই দিবসটি প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

অনুষ্ঠান আয়োজনের বিষয়টি রোববার (২৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।

Ad 300x250

সম্পর্কিত