leadT1ad

নির্বাচনের দিনে গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবে: জামায়াত আমির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯: ৩০
নির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

নির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছেন। পরে প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপরের মন্তব্য করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা— আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।’

তিনি আরো বলেন, ‘পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে— পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আমরা কথা বদলাই না।’

সাংবাদিকদের জামায়াত আমির আরো বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। আমাদের মানে সবাই মিলে। আপনারা তৈরি থাকুন, এ নির্বাচন হতে হবে। এ নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেবো না ইনশাআল্লাহ।’

নির্বাচনে অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে জামায়াতের সমঝোতা হবে বলেও এসময় সাংবাদিকদের জানিয়েছেন জামায়াত আমির।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত