leadT1ad

রাজনৈতিকভাবে চেতনা ব্যবসার পরিণাম শুভ হয় না: সালাহউদ্দিন আহমেদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ

‘রাজনৈতিকভাবে যারা চেতনার ব্যবসা করে, তাদের পরিণাম শুভ হয় না’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্তপ্রায় হয়ে গেছে। কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করে।’

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশ করে বলেন, ‘আপনাদের ইতিহাস একাত্তর ও সাতচল্লিশে জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। আপনাদের দাবি শুনেছি, পিআর, পিআর নামে আপনারা জিকির করছেন। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা-শরমের ব্যাপার। আপনারা যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি, আপনারা শিগগিরই নির্বাচনের ময়দানে অবতরণ হবেন। যেসব দাবি-দাওয়া আপনাদের ছিল, তার পক্ষে যদি জনগণ মতামত দেয়; সেই হিসেবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন।’

হাসিনার রায় প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গত ১৭ নভেম্বর বাংলাদেশে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলার রায়ের ঘোষণা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আরেকটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।’

বর্তমানে দেশে রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেড় বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, তেমন রাজনীতি আমাদের করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে খর্ব না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশের রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে চব্বিশের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ছিল একাত্তরের। কিন্তু একাত্তরের সেই আকাঙ্ক্ষাকে ধূলিস্যাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত