leadT1ad

ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা হলে দুষ্টু হাত অবশ করে দেবেন: ডা. শফিক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৪: ৪৪
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। স্ট্রিম গ্রাফিক

আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা চালানো হলে আমি আপনাদের বলব, বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্টু হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারিও করবেন।’

আজ শনিবার (২২ নভেম্বর) নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

মাহফিলে ডা. শফিকুর রহমান ছাড়াও খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ অন্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভোটারদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। দায়িত্ব আমাদের দিয়ে আপনারা সরে যাবেন; তা হবে না। আপনাদের সামনে থেকে একসঙ্গে লড়াই করব, ইনশাআল্লাহ। মানুষের অধিকারের জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।’

শফিকুর রহমান বলেন, ‘যে যাকে পছন্দ করবেন ভোট দেবেন। কিন্তু আমাদের অনুরোধ, আমাদের সকল ভাই, মা এবং বোনেরা যেন সেন্টারে (ভোটকেন্দ্র) যান। ধৈর্য ধরে তারা যেন ভোট দিয়ে আসেন। কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবিলা করেন এবং জানিয়ে দেন— ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত