leadT1ad

মির্জা ফখরুলের প্রশ্ন

জামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা, এটা কোথায় লেখা আছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিছুদিন আগে একজন বললেন, জামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা। এটি কোথায় লেখা আছে?

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে মসজিদভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম (মউশিক) কেয়ারটেকার কল্যাণ পরিষদ।

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম বলে না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন মির্জা ফখরুল। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এ সময় তিনি বলেন, গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান তাদের কোনো কাজ দেখিনি। তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে ছিল।

বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?’

মির্জা ফখরুল আরও বলেন, ১৫ থেকে ১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, সেই সুযোগ তাঁরা কাজে লাগাতে চান।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণভোটে নাকি চারটা প্রশ্ন থাকবে। মানুষ এটা বুঝতেই পারছে না। দেখবেন শেষ পর্যন্ত এটা বুঝতেও পারবে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত