leadT1ad

ভূমিকম্প আতঙ্ক, ঢাবিতে রোববার ক্লাস-পরীক্ষা বন্ধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২২: ০৮
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

রাজধানীতে দুই দিনের মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (২৩ নভেম্বর) সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ।

স্ট্রিমকে আজ শনিবার ফররুখ মাহমুদ বলেন, আগামীকাল সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্প এবং আফটার শকের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত ৯টায় জরুরি সিন্ডিকেট আছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ফেসবুক পোস্টে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন।

গতকাল শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী। ঢাবি সূত্রে জানা যায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে তিনজন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল, ফজলুল হক মুসলিম হল ও ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য পাওয়া যায়। ভূমিকম্পে মুহসীন হলসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে, আজ শনিবার আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সকালে একবার ও সন্ধ্যায় পরপর দুবার কম্পন অনুভূত হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত