leadT1ad

আপ বাংলাদেশ রাজনীতির গুণগত সংস্কার চায়: জুনায়েদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স অডিটোরিয়ামে আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন দলের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দেশের রাজনীতিতে গুণগত সংস্কার আনতে চায় বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চাই।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর তোপখানা এলাকায় ফারইস্ট লাইফ ইনসুরেন্স অডিটোরিয়ামে আপ বাংলাদেশ–এর প্রথম জাতীয় সমন্বয় সভায় এসব কথা বলেন জুনায়েদ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আমরা জীবনবাজি রেখেছি। নতুন বাংলাদেশ নির্মাণেও আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সভায় প্ল্যাটফর্মের সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ সাংগঠনিক বিস্তার ও কার্যক্রম তুলে ধরেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত আসন্ন নির্বাচন নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

গত ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আপ বাংলাদেশ। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আবদুর রহমান। সভায় প্রধান সংগঠক নাঈম আহমাদ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত