leadT1ad

প্রার্থীদের আগ্রহে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ‘এখনো চলছে’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অনানুষ্ঠানিকভাবে তা এখনো অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দলটির মোট ১ হাজার ৫৪০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেকে মনোনয়ন ফরম কিনতে আগ্রহ প্রকাশ করছেন। তাদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে অনানুষ্ঠানিকভাবে ফরম বিক্রি চলছে।

তবে তিনি স্পষ্ট করেন, এখন আর সবার জন্য উন্মুক্তভাবে ফরম বিক্রি হচ্ছে না, বরং ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনা করে এটি দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ও আনুষঙ্গিক কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে।

এর আগে চলতি মাসের ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম চলে। ওই নির্ধারিত সময়ের মধ্যে দলটি ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল। গত ২৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা গণমাধ্যমকে ১ হাজার ৪৮৪টি ফরম বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন। তবে গত কয়েকদিনে অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় আরও ৫৬টি ফরম বিক্রি হওয়ায় মোট সংখ্যাটি এখন ১ হাজার ৫৪০-এ দাঁড়িয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত