leadT1ad

জলবায়ু অর্থায়ন দর-কষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৮: ০৭
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন কোনো দর-কষাকষির বিষয় নয়, বরং টিকে থাকা, ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রশ্ন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ভোগান্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান খুঁজতে হবে।

আজ রোববার (১৬ নভেম্বর) ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০-এর একটি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্থানীয় থেকে বৈশ্বিক: লস অ্যান্ড ড্যামেজ কাঠামোতে যুব অন্তর্ভুক্তি’ শীর্ষক এই সেশনটির আয়োজক ছিল জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) শিশু ও যুব কনস্টিটিউয়েন্সি ইয়োঙ্গো।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আজ কথা বলছে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে—যাদের জীবন, ঘরবাড়ি আর ভবিষ্যৎ জলবায়ু সংকটে প্রতিদিন বদলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে কেন্দ্রে না রাখলে পুরো কাঠামো অর্থহীন হয়ে পড়বে।’ তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা ক্ষয়ক্ষতির চাপ সামলাতে এবার তরুণদের সামনে এগিয়ে আনছে বাংলাদেশ।

এ সময় তরুণ প্রতিনিধিরা জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার, সক্ষমতা বৃদ্ধি ও তহবিল ব্যবস্থাপনায় স্থায়ী যুব প্রতিনিধিত্বসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী জানান, বাংলাদেশ নিজস্ব জাতীয় লস অ্যান্ড ড্যামেজ কাঠামো প্রস্তুত করছে এবং এতে তরুণদের কার্যকরভাবে সম্পৃক্ত করা হবে।

জাসমিমা সাবাতিনার সঞ্চালনায় এই সেশনে আরও উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, নেপালের তরুণ প্রতিনিধি প্রয়াস অধিকারী, জলবায়ু নীতি বিশ্লেষক হারজিৎ সিংহসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত