leadT1ad

‘পদ্মা বাঁচাতে’ চাঁপাইনবাবগঞ্জে মহাসমাবেশের ডাক সাবেক তিন এমপির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮: ৩৬
মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপি। রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সাবেক তিন সংসদ সদস্য।

এসময় তারা বলেন, ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে। উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেওয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তিরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং পানিবন্দি হয় লাখো মানুষ।

সাবেক তিন এমপির মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদও। তিনি বলেন, এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ শুষ্ক মৌসুমে পানির নায্য বন্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির নায্য বণ্টন নিশ্চিত করা হবে।

এসময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম। এসময় বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত