.png)

স্ট্রিম সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সদস্যরা ‘অনধিকার প্রবেশ’ করে কৃষকদের ফসলরক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে অবশেষে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে তারা ফিরে যায়।
রোববার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএসএফ সদস্যদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং বিএসএফ সদস্যদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?’
স্থানীয়রা জানায়, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অপরপাশে, তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মো. আব্দুশ শহীদ স্ট্রিমকে বলেন, ‘এলাকায় ছিলাম না। ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্ট্রিমকে বলেন, ‘বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।’

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সদস্যরা ‘অনধিকার প্রবেশ’ করে কৃষকদের ফসলরক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে অবশেষে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে তারা ফিরে যায়।
রোববার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএসএফ সদস্যদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং বিএসএফ সদস্যদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?’
স্থানীয়রা জানায়, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অপরপাশে, তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মো. আব্দুশ শহীদ স্ট্রিমকে বলেন, ‘এলাকায় ছিলাম না। ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্ট্রিমকে বলেন, ‘বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।’
.png)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করেছে সরকার। গত ২৮ আগস্ট জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সংশোধনী এনে ওই দুই বিষয় বাদ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৯৩৯ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে পাঁচটি পৃথক মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের অংশগ্রহণ ও প্রার্থীদের হলফনামা যাচাই নিয়ে প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীরা যদি হলফনামায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেন, তবুও দুদক স্বপ্রণোদিত হয়ে তা যাচাই করবে না।
১ ঘণ্টা আগে
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় শহীদ নাদিম মিজানকে হত্যা ও তাঁদের বাড়িতে হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছোড়ার ঘটনার বর্ণনা দিয়েছেন তাঁর স্ত্রী তাবাসসুম আকতার নিহা (২০)।
২ ঘণ্টা আগে