leadT1ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জন্মভূমি দিনাজপুরে প্রথমবারের মতো নির্বাচন করবেন খালেদা জিয়া

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্মভূমি দিনাজপুর জেলায় প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দিনাজপুর-৩ তথা দিনাজপুর সদর উপজেলা থেকে নির্বাচন করবেন।

এর আগে এই জেলা থেকে কখনোই নির্বাচন করেননি তিনি। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।

এছাড়া আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে বেগম জিয়া বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।

এর আগে ১৯৯১ সালে ৫টি আসনে নির্বাচন করেন তিনি। আসনগুলো হলো: বগুড়া-৭, ঢাকা-৭, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম ৮। ১৯৯৬ সালেও ৫টি আসনে নির্বাচন করেন বেগম খালেদা জিয়া। আসনগুলো হলো: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর- ও চট্টগ্রাম -১।

এ ছাড়া ২০০১ ও ২০০৮ সালে ৮ টি আসনে নির্বাচন করেন খালেদা জিয়া। ২০০২ সালে নির্বাচন করেন ৫টি আসনে। আসনগুলো হলো: বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, লক্ষ্মীপুর-২ ও ফেনী-১। ২০০৮ সালের তিনটি আসন হলো: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১।

অতীতের প্রতিটি সংসদ নির্বাচনের সবগুলো আসনেই জয়লাভ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Ad 300x250

সম্পর্কিত