.png)

স্ট্রিম প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে সমন্বিত উন্নয়ন মডেলের জন্য সংস্থাটিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের উদ্যোগে এই পুরস্কার চালুর পর এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এই সম্মাননা অর্জন করল।
গতকাল বুধবার (৫ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে ফ্রেন্ডশিপ পেয়েছে ১ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫ কোটি টাকা)।
ফ্রেন্ডশিপকে তার অগ্রণী সমন্বিত উন্নয়ন মডেলের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সমন্বিত উন্নয়ন প্রকৃতি-ভিত্তিক এবং স্থানীয়ভাবে পরিচালিত মডেল ব্যবহার করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে টেকসই, পরিমাপযোগ্য এবং অনুকরণযোগ্য সমাধান প্রদান করে। সংস্থাটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু-সহনশীল অবকাঠামো, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ম্যানগ্রোভ বনায়নের মতো বহুমুখী কার্যক্রমের মাধ্যমে কাজ করে।
পুরস্কার ঘোষণার সময় প্রিন্স উইলিয়াম বলেন, ‘২০২০ সালে যখন আমি আর্থশট পুরস্কার প্রতিষ্ঠা করি, তখন আমাদের লক্ষ্য ছিল বিশ্বকে আরও উন্নত করব। ফ্রেন্ডশিপের মতো উদ্ভাবকদের কাজই প্রমাণ করে যে অগ্রগতি সম্ভব।’
ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘বাংলাদেশ থেকে প্রথম আর্থশট পুরস্কার গ্রহণ করা আমাদের জন্য এক বিশাল সম্মানের। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা ও উদ্ভাবনকে উদযাপন করে। আমাদের এই অর্জন সবার, বিশেষ করে আমরা যাদের সঙ্গে এবং যাদের জন্য কাজ করি, তাদের।’
ফ্রেন্ডশিপের অন্যতম সফল উদ্যোগ হলো ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প। সংস্থাটি বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী সুন্দরবনের কাছে ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লাখ ৫০ হাজারেরও বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছে, যা ৬২ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। এই ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি প্রায় ৩,০০০ পরিবারের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করেছে।
এর আগে ফ্রেন্ডশিপ ২০২১ সালে জলবায়ু-সহনশীল ডিজাইনের জন্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস অ্যাওয়ার্ড এবং ২০১৬ সালে পরিবেশবান্ধব ডিজাইনের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারও জিতেছিল।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে সমন্বিত উন্নয়ন মডেলের জন্য সংস্থাটিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের উদ্যোগে এই পুরস্কার চালুর পর এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এই সম্মাননা অর্জন করল।
গতকাল বুধবার (৫ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে ফ্রেন্ডশিপ পেয়েছে ১ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫ কোটি টাকা)।
ফ্রেন্ডশিপকে তার অগ্রণী সমন্বিত উন্নয়ন মডেলের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সমন্বিত উন্নয়ন প্রকৃতি-ভিত্তিক এবং স্থানীয়ভাবে পরিচালিত মডেল ব্যবহার করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে টেকসই, পরিমাপযোগ্য এবং অনুকরণযোগ্য সমাধান প্রদান করে। সংস্থাটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু-সহনশীল অবকাঠামো, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ম্যানগ্রোভ বনায়নের মতো বহুমুখী কার্যক্রমের মাধ্যমে কাজ করে।
পুরস্কার ঘোষণার সময় প্রিন্স উইলিয়াম বলেন, ‘২০২০ সালে যখন আমি আর্থশট পুরস্কার প্রতিষ্ঠা করি, তখন আমাদের লক্ষ্য ছিল বিশ্বকে আরও উন্নত করব। ফ্রেন্ডশিপের মতো উদ্ভাবকদের কাজই প্রমাণ করে যে অগ্রগতি সম্ভব।’
ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘বাংলাদেশ থেকে প্রথম আর্থশট পুরস্কার গ্রহণ করা আমাদের জন্য এক বিশাল সম্মানের। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা ও উদ্ভাবনকে উদযাপন করে। আমাদের এই অর্জন সবার, বিশেষ করে আমরা যাদের সঙ্গে এবং যাদের জন্য কাজ করি, তাদের।’
ফ্রেন্ডশিপের অন্যতম সফল উদ্যোগ হলো ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প। সংস্থাটি বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী সুন্দরবনের কাছে ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লাখ ৫০ হাজারেরও বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছে, যা ৬২ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। এই ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি প্রায় ৩,০০০ পরিবারের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করেছে।
এর আগে ফ্রেন্ডশিপ ২০২১ সালে জলবায়ু-সহনশীল ডিজাইনের জন্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস অ্যাওয়ার্ড এবং ২০১৬ সালে পরিবেশবান্ধব ডিজাইনের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারও জিতেছিল।
.png)

শীত আসি আসি করছে। এর মধ্যে রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এতে কাঁচাবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। ক্রেতারা বলছেন, শীত এলে ঢাকায় বেঁচে থাকাটা সহজ হয়। সবজিটা অন্তত কিনে খাওয়া যায়।
৬ মিনিট আগে
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর সাধ্য কারও নেই।’
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সাল আলোচিত, ঘটনাবহুল ও অস্থির একটি বছর। একদলীয় বাকশাল গঠনের মধ্য দিয়ে ওই বছরের প্রথম দিকে অন্য সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক কর্মকর্তার নেতৃত্বে সংঘটিত হয় একটি রক্তাক্ত সেনা-অভ্যুত্থান। এতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
৪ ঘণ্টা আগে
রাজশাহীতে চলতি বছরের ১০ মাসে নতুন করে ২৮ জনের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই পুরুষ। এ ছাড়া একজন আছেন তৃতীয় লিঙ্গের। আর এই সময়ের মধ্যে নিরাময় অযোগ্য ব্যাধিটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
৫ ঘণ্টা আগে