leadT1ad

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইকিং

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০: ৩৯
ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইকিং করছেন আব্দুল কদ্দুস মিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের কথা প্রায়শ শোনা যায়। তবে মাইকিং করে ভাইকে মারামারিতে আহ্বান জানানোর ঘটনা একটু অভাবনীয়ই। সেই কাজই করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের আব্দুল কদ্দুস মিয়া।

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই হাবিজার মিয়াকে মারামারিতে আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার রিকশা ভাড়া করে গোটা গ্রামে মাইকিং করেন কদ্দুস মিয়া। এ সময় তিনি ঘোষণা দেন, আজ শুক্রবার জুমার নামাজের পর হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করবেন। তাঁর ওই মাইকিংয়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বৈরীহরিণমারী গ্রামের প্রয়াত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া ও হাবিজার মিয়া। এই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

মাইকিংয়ের বিষয়ে আব্দুল কদ্দুস মিয়া স্ট্রিমকে বলেন, ‘আমার ছোট ভাই হাবিজার দীর্ঘ দিন থেকে আমার জমি মারে খাচ্ছে (দখল করে রেখেছে)। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ হলেও মানেনি। তাই বাধ্য হয়ে মাইক ভাড়া করে মাইকিং করেছি। আমার জমি বুঝে নেওয়ার জন্য।’

এ বিষয়ে হাবিজার মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত