leadT1ad

বাজারে শীতের সবজি, নামছে দামের পারদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৬: ৫২
বাজারে এসেছে শীতের সবজি। স্ট্রিম গ্রাফিকস

শীত আসি আসি করছে। এর মধ্যে রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এতে কাঁচাবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। ক্রেতারা বলছেন, শীত এলে ঢাকায় বেঁচে থাকাটা সহজ হয়। সবজিটা অন্তত কিনে খাওয়া যায়।

আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে এখনও রয়েছে ৫০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, আরকিছু দিন গেলে দাম আরও কমবে।

রাজধানীর কারওয়ানে দেখা যায়, সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, কেজিপ্রতি ৩০ টাকায়। ফুল কপি (ছোট) ৩০-৪০ টাকা পিস এবং বাঁধাকপির (ছোট) পিস বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও আলু ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গার কেজিতে দাম পড়ছে ৬০ টাকা ও বরবটিতে ৮০ টাকা।

ছুটির দিনে এখানে সপ্তাহের বাজার করতে এসেছিলেন আমজাদ হোসেন। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আমজাদ স্ট্রিমকে বলেন, ‘কিছুদিন আগেও সবজি বাজারে ঢোকা যেত না। সব রকম সবজির দাম ছিল ১০০ টাকার উপরে। এখন একটু কমতে শুরু করেছে। শীত আসতে আসতে আরো একটু কমবে আশা করি। ঢাকা শহরে শীতকালটাই শুধু আরামে কাটানো যায়।’

এ ছাড়া হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা ৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৬০, টমেটো ১২০, কঁচু ৬০ এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন উঠা শালগম বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এ ছাড়া বেগুনের কেজি ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, করলা ৮০ টাকা ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৮০ টাকা। এখানে কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা।

এই বাজার আসা শরীফুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘সবজির দাম গত সপ্তাহ থেকে কমতে শুরু করেছে। আবার কিছু সবজির দাম একটু বেড়েছেও। গত সপ্তাহে যেসব সবজি ৬০ টাকা দরে বিক্রি হয়েছে, দাম বেড়ে আজ তার অনেকগুলো ৮০ টাকা হয়েছে। তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে।’

মালিবাগ কাঁচা বাজারেও দেখা যায় একই চিত্র। এখানে প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। এ ছাড়া গাজরের কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা এবং কাঁচকলা (প্রতি হালি) ৪০ টাকায় বিক্রি হয়।

পাইকারি ও খুচরা সবজি বিক্রেতারা বলছেন, উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতের আগাম সবজি চাষ হয়। সেই সব এলাকা থেকে সবজি আসতে শুরু করেছে। এতে দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে।

মালিবাগ বাজার আসা মোহাম্মদ সাকিব হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘কয়েকজন বন্ধু মিলে ব্যাচেলর বাসায় থাকি আমি। সেখানে দুইবেলা রান্না হয়। বলা যায়, এতদিন ডিমের ওপর বেঁচে ছিলাম। আর কিছু কিনতে পারতাম না। এখন সবজির দাম একটু কমায় হাত খুলে বাজার করতে পারছি। আজ কয়েক ধরনের সবজি কিনেছি।’

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ কালাম স্ট্রিমকে বলেন, ‘সবজির পাইকারি দাম কিছুটা কমেছে। তবে দাম পুরোপুরি কমে নাই।। মাসখানেক পরে, শীতটা ঠিক মতো আসলে দাম আরও কমবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত