leadT1ad

বদলাচ্ছে বিসিএস পরীক্ষার সিলেবাস, সংস্কারের উদ্যোগ সরকারী কর্ম কমিশনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১: ২৪
সরকারি কর্ম কমিশন ভবন। ছবি: সংগৃহীত

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

আজ রোববার (১৬ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পিএসসি চেয়ারম্যান জানান, বিসিএস পরীক্ষার বিদ্যমান সিলেবাস নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, এর কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট এবং কিছু অংশ অতি দীর্ঘ, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা দেয় না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি।

মোবাশ্বের মোনেম বলেন, ‘মেধা ও যোগ্যতার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগের জন্য জাতীয় কারিকুলামের সঙ্গে সমন্বয় করে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে একটি মানসম্মত সিলেবাস প্রণয়ন করা হবে।’

কর্মশালায় বিশেষজ্ঞরা সিলেবাসকে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। চেয়ারম্যান জানান, ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং প্রার্থীদের প্রস্তুতির জন্য যৌক্তিক সময় হাতে রেখে তা জানিয়ে দেওয়া হবে।

সিলেবাসের পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন এবং নম্বরের বিভাজনের সমন্বয়ের বিষয়েও কর্মশালায় আলোচনা হয়।

চেয়ারম্যান কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে সরকারী কর্ম কমিশনের সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত