leadT1ad

নতুন রাজনৈতিক শক্তি গড়তে ৯ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মঞ্জুর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২৩: ০৫
ছবি: সংগৃহীত

দেশের চলমান দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য ৯টি দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

আজ রোববার (১৬ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

যে ৯টি দলকে তিনি এই ঐক্যের আহ্বান জানিয়েছেন সেগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ছয়টি দল। গণতন্ত্র মঞ্চের দলগুলো হলো— জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানি জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

মঞ্জু বলেন, ‘একসময় এদেশের রাজনীতিতে ত্রিধারা ছিল। বিএনপি-আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছিল রাজনীতির মূল কেন্দ্রে। এখন সেটা বিএনপি ও জামায়াত—এই দুই ধারায় এসে দাঁড়িয়েছে। অথচ গণঅভ্যুত্থানের পর নতুন ধারার রাজনীতি চালু হবে ভেবেছিলাম, কিন্তু সেই আশায় গুড়েবালি। আমরা চাইলে এই নয়টি দল মিলে তৃতীয় জোট গঠন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মওলানা ভাসানিকে আদর্শ মানি, কিন্তু ভাসানি হতে চাই না। দিনশেষে আমরা ভাবি, সংসদে যাওয়াটা কীভাবে নিশ্চিত করা যায়। নতুন ধারার রাজনীতি অল্প সময়ে গোছানো যায় না। সবাই মিলে একসাথে কাজ করলে সেটা সহজ হয়। জনগণের কাছে বলতে হবে, নতুন রাজনীতি চাঁদাবাজি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আমরাই সেটা শুরু করতে পারি।’

মওলানা ভাসানির স্মৃতিচারণ করে মঞ্জু বলেন, ‘আমরা শৈশবে যাকে দেখে আন্দোলন-সংগ্রাম শিখেছি তিনি হচ্ছেন মওলানা ভাসানি। ভাসানির মতো সার্বক্ষণিক প্রতিবাদী রূপ আর তৈরি হয়নি। গণঅভ্যুত্থানের পর আজকের বাংলাদেশে ভাসানির জীবন, কর্ম ও প্রতিবাদী রূপ আমাদের পথ দেখায়।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত