leadT1ad

রাসেলস ভাইপারের কামড় খেয়ে জ্যান্ত সাপসহ হাসপাতালে ছুটলেন কৃষক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক হেলাল বিশ্বাস। ছবি: সংগৃহীত

বিষধর সাপের কামড় খেয়ে সেই সাপকেই জীবিত ধরে হাসপাতালে নিয়ে আসেন মো. হেলাল বিশ্বাস নামে এক কৃষক।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে কাজ করার সময় সাপে কাটে ওই কৃষককে । এই ঘটনায় পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত লোকজনের মধ্যে বিস্ময় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা সাপটিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ বা চন্দ্রবোড়া বলে নিশ্চিত করেছেন।

হেলাল বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হেলাল বিশ্বাস বাড়ির পাশে পদ্মার চরে ধানখেতে কাজ করার তাকে সাপে কাটে।

ঘটনার সময় আশপাশে থাকা অন্য কৃষকরা জানান, কামড় খাওয়ার পর হেলাল বিশ্বাস ঘাবড়ে না গিয়ে বিষয়টি অন্যদের জানান। এরপর সবাই মিলে কৌশলে সাপটিকে জীবিত অবস্থায় আটক করেন। সাপটি কোন জাতের তা নিশ্চিত না হওয়ায় হেলাল বিশ্বাস সেটিকে সঙ্গে নিয়েই চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন। হাসপাতালে পৌঁছানোর পর সাপটি রাসেলস ভাইপার হিসেবে শনাক্ত হলে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

হেলাল বিশ্বাসের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে সাপসহ হাসপাতালে নিয়ে আসি। সাপটি জীবিত থাকায় অনেকেই ভয় পেয়েছিল।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন জানিয়েছেন, সাপে কাটা রোগী সাপটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তাকে অ্যান্টিভেইনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত