leadT1ad

নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২৩: ১৯
‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

নির্বাচন প্রক্রিয়া বা ক্ষমতা হস্তান্তর কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, শরিয়ত বা মারেফতের ব্যাখ্যা কেবল হক্কানি আলেম-ওলামারাই দেবেন। যাদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই, তারা শরিয়তের ব্যাখ্যা দিতে গেলে সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমনকি তা ধর্ম অবমাননার পর্যায়েও চলে যেতে পারে। তাই কোনো মনগড়া অপব্যাখ্যা সরকার গ্রহণ করবে না।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। এই সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ও অত্যন্ত সচেতনভাবে পা ফেলতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি অন্যায় করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তবে তার বিচারের জন্য দেশে আইন, আদালত ও সরকার রয়েছে। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

ইকরার সভাপতি শেখ ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ। সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং দেশি-বিদেশি খ্যাতনামা ক্বারী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত