leadT1ad

শাহবাগে মুখোমুখি সম্প্রীতি যাত্রা ও জুলাই মঞ্চ, উত্তেজনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কর্মসূচি ঘিরে শাহবাগে জুলাই মঞ্চ ও সম্প্রীতি যাত্রার কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। স্ট্রিম ছবি

রাজধানীর শাহবাগে মুখোমুখি অবস্থান নিয়েছে ‘জুলাই মঞ্চ’ ও ‘সম্প্রীতি যাত্রা’র কর্মীরা। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ৫টার দিকে দুই পক্ষ এই অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।

সম্প্রীতি যাত্রার আয়োজকরা অভিযোগ করেন, একদল লোক এসে তাদের ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলার চেষ্টা করে। এ সময় সেখানে জুলাই মঞ্চের সদস্যদের দেখা যায়। সম্প্রীতি যাত্রার মঞ্চ থেকে মাইকে বারবার সবাই নিবৃত্ত থাকতে আহ্বান জানানো হয়।

সম্প্রতি বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও এ নিয়ে কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ শাহবাগে ‘গানের আর্তনাদ’ আয়োজন করে সামাজিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা। একই এলাকায় ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ‘কনসার্ট ফর ঢাকা-৮’ আয়োজক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে বিকেলে সম্প্রীতি যাত্রার উদ্যোগে গানের আর্তনাদ শুরু হয়। এক পর্যায়ে জুলাই মঞ্চের কর্মীরা এসে সম্প্রীতি যাত্রার ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলার চেষ্টা করে। পরে শরীফ ওসমান হাদীর কনসার্টে আসা কর্মীরা ‘মব’ করার চেষ্টা করলে, তাদের সঙ্গে হাতাহাতি হয়। এ সময় সম্প্রীতি যাত্রার ব্যাকড্রপ ভাঙার চেষ্টা হয়। পরে উভয় সংগঠনের লোকজন পরিস্থিতি শান্ত করে।

বর্তমানে গানের আর্তনাদ অনুষ্ঠানের মঞ্চের পেছনে হাদির অনুসারীরা অবস্থান নিয়েছেন। পুলিশ সড়ক বন্ধ করে সতর্ক রয়েছে। হাদী না থাকলেও তার অনুসারীদের সঙ্গে ঘটনাস্থলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ২০ নভেম্বর মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পরে ২৩ নভেম্বর তাঁর মুক্তি দাবিতে মানিকগঞ্জে বাউল ভক্তদের ডাকা কর্মসূচিতে হামলা হয়। এতে চারজন আহত হন। হামলা থেকে বাঁচতে ওই সময় বাউল ভক্তদের পুকুরে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর বাউল আবুল সরকারের মুক্তি ও মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও, বৃহস্পতিবার খুলনায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। তবে দুই জেলাতেই সমাবেশে হামলার ঘটনা ঘটে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত