প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে । এতে অন্তত ৫০ জন শিক্ষার
‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।
গত প্রায় পাঁচ মাস ধরে বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করে আসছেন। সম্প্রতি রংপুরে এক তাদের আন্দোলনের কর্মী এক প্রকৌশলীকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে তারা এবার রাস্তায় নেমে এসেছেন।