স্ট্রিম প্রতিবেদক

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে জুমার নামাজের পর শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম নেতাকর্মী ও সমর্থকদের জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গতকালের মতো আজও জুলাই বিরোধী শক্তিগুলো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’
শাহবাগের কর্মসূচি পরিবর্তনের বিষয়ে তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে জুমার নামাজের পর শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম নেতাকর্মী ও সমর্থকদের জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গতকালের মতো আজও জুলাই বিরোধী শক্তিগুলো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’
শাহবাগের কর্মসূচি পরিবর্তনের বিষয়ে তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

জুলাই-গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
৩৭ মিনিট আগে
ভিডিও দেখে দেখে প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় করা হচ্ছে মামলা।
৪২ মিনিট আগে
রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।
১ ঘণ্টা আগে