leadT1ad

শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বিক্ষোভের ডাক নাহিদ ইসলামের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ২৬
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে জুমার নামাজের পর শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম নেতাকর্মী ও সমর্থকদের জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গতকালের মতো আজও জুলাই বিরোধী শক্তিগুলো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।’

ফেসবুক পোস্টের স্ক্রিনশট।
ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’

শাহবাগের কর্মসূচি পরিবর্তনের বিষয়ে তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত