leadT1ad

আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আরও ২৪ বন্দি মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২১: ৫৮
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্ট্রিম গ্রাফিক

আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

আসিফ নজরুল লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।’

ওই ফেসবুক পোস্টে আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধে প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে আরব আমিরাত থেকে মুক্তি দেওয়া হয়েছিল বলে জানান আসিফ নজরুল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত