.png)

স্ট্রিম ডেস্ক

বিক্ষোভের তিন দিনের মাথায় ‘আন্দোলন হাইজ্যাক হয়েছে’ বলে অভিযোগ তুলেছেন নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম। তাদের ভাষ্য, ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ এই আন্দোলন ছিনতাই করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়েও চলছে নানান আলোচনা। এরমধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন-জি তরুণরা বলছে, আন্দোলন ও ধ্বংসযজ্ঞ থেকে তারা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ আন্দোলন ছিনতাই করছে বলেও অভিযোগ তাদের।
দেশজুড়ে কারফিউ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে। সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতা বা ভাঙচুরে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত ২৭ জন গ্রেপ্তার ও ৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজধানীতে চেকপয়েন্ট বসানো হয়েছে।
বিক্ষোভকারীরা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দুর্নীতির অবসান এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সরকার প্রতিষ্ঠা করা। তারা জানায়, আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল। তারা চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। জনগণকে নিরাপদ রাখার ও সরকারি সম্পত্তির ক্ষতি না করার চেষ্টাও করেছে তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, আজ বুধবার কোনো কর্মসূচি ছিল না। সেনা ও পুলিশ চাইলে নিজেদের মতো করে কারফিউ জারি করতে পারে।
এদিকে সেনাবাহিনীও বিক্ষোভকারীদের বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে বলেছে, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি আন্দোলনে ঢুকে পড়েছিল। তারাই সরকারি সম্পত্তি নষ্ট, লুট, অগ্নিসংযোগসহ অস্ত্র লুট করেছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আজও কিছু তরুণ রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে। ১৪ বছর বয়সী কসাং লামা বিক্ষোভে অংশ নেননি, কিন্তু আশা প্রকাশ করেছেন, এই আন্দোলন নেপালে পরিবর্তন আনবে। তিনি বিবিসিকে জানান, ‘দুর্নীতি বহুদিন ধরে নেপালে আছে। এখন পরিবর্তনের সময় এসেছে। আমি আশা করি এটি দেশের জন্য ইতিবাচক কিছু আনবে।’
২৪ বছর বয়সী পরাশ প্রতাপ হামাল বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখন নিজেই রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করছেন। তিনি বিবিসিকে জানান, ‘আমরা অনেক দূষণ সৃষ্টি করেছি, তাই এখন পরিষ্কার করছি।’ হামাল আশা করেন, নেপালে স্বতন্ত্র রাজনৈতিক নেতা দরকার। তিনি মরেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন।
বিসিসির প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের জেন-জি আন্দোলনকারীরা বলেছেন, ‘নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে মুক্ত, স্বতন্ত্র, যোগ্য ও সততার ভিত্তিতে নির্বাচিত হওয়া উচিত। আমরা স্বচ্ছ ও স্থিতিশীল সরকার চাই, যা মানুষের স্বার্থে কাজ করবে।’

বিক্ষোভের তিন দিনের মাথায় ‘আন্দোলন হাইজ্যাক হয়েছে’ বলে অভিযোগ তুলেছেন নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম। তাদের ভাষ্য, ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ এই আন্দোলন ছিনতাই করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়েও চলছে নানান আলোচনা। এরমধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন-জি তরুণরা বলছে, আন্দোলন ও ধ্বংসযজ্ঞ থেকে তারা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ আন্দোলন ছিনতাই করছে বলেও অভিযোগ তাদের।
দেশজুড়ে কারফিউ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে। সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতা বা ভাঙচুরে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত ২৭ জন গ্রেপ্তার ও ৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজধানীতে চেকপয়েন্ট বসানো হয়েছে।
বিক্ষোভকারীরা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দুর্নীতির অবসান এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সরকার প্রতিষ্ঠা করা। তারা জানায়, আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল। তারা চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। জনগণকে নিরাপদ রাখার ও সরকারি সম্পত্তির ক্ষতি না করার চেষ্টাও করেছে তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, আজ বুধবার কোনো কর্মসূচি ছিল না। সেনা ও পুলিশ চাইলে নিজেদের মতো করে কারফিউ জারি করতে পারে।
এদিকে সেনাবাহিনীও বিক্ষোভকারীদের বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে বলেছে, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি আন্দোলনে ঢুকে পড়েছিল। তারাই সরকারি সম্পত্তি নষ্ট, লুট, অগ্নিসংযোগসহ অস্ত্র লুট করেছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আজও কিছু তরুণ রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে। ১৪ বছর বয়সী কসাং লামা বিক্ষোভে অংশ নেননি, কিন্তু আশা প্রকাশ করেছেন, এই আন্দোলন নেপালে পরিবর্তন আনবে। তিনি বিবিসিকে জানান, ‘দুর্নীতি বহুদিন ধরে নেপালে আছে। এখন পরিবর্তনের সময় এসেছে। আমি আশা করি এটি দেশের জন্য ইতিবাচক কিছু আনবে।’
২৪ বছর বয়সী পরাশ প্রতাপ হামাল বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখন নিজেই রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করছেন। তিনি বিবিসিকে জানান, ‘আমরা অনেক দূষণ সৃষ্টি করেছি, তাই এখন পরিষ্কার করছি।’ হামাল আশা করেন, নেপালে স্বতন্ত্র রাজনৈতিক নেতা দরকার। তিনি মরেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন।
বিসিসির প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের জেন-জি আন্দোলনকারীরা বলেছেন, ‘নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে মুক্ত, স্বতন্ত্র, যোগ্য ও সততার ভিত্তিতে নির্বাচিত হওয়া উচিত। আমরা স্বচ্ছ ও স্থিতিশীল সরকার চাই, যা মানুষের স্বার্থে কাজ করবে।’
.png)

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর ওপর গোপনে নজরদারি চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, যে প্রাইভেট গোয়েন্দা সংস্থা এই নজরদারি চালায় তারা কাতারের হয়ে কাজটি করেছে।
১ ঘণ্টা আগে
বছরের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় টাইফুন কালমায়েগি এবার কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার এটি মধ্য ভিয়েতনামে ঘণ্টায় সর্বোচ্চ ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে আঘাত হানে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ২০২৫ সালের ১৩ জুন ইরানে ইসরায়েলের বিমান হামলা তার নির্দেশেই পরিচালিত হয়েছিল। এ বক্তব্যে হোয়াইট হাউসের আগের অস্বীকারোক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
কানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
১৬ ঘণ্টা আগে