স্ট্রিম ডেস্ক
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ভাষণে ট্রাম্পের স্বভাবসুলভ রসিকতা, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যে ভর্তি। নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা ধরে দেওয়া এই ভাষণে ট্রাম্প জাতিসংঘ থেকে শুরু করে মিত্র দেশ, অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন—কোনো কিছুকেই ছাড় দেননি।
ভাষণের শুরুতে সরাসরি আয়োজক সংস্থা জাতিসংঘকেই তীব্রভাবে আক্রমণ করেন ট্রাম্প। জাতিসংঘকে ‘ফাঁকা বুলির আড্ডাখানা’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘জাতিসংঘ তার সম্ভাবনার কাছাকাছিও আসছে না... ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না।’
ট্রাম্প তাঁর অতীত জীবনের প্রসঙ্গ টেনে বলেন, একজন রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে তিনি জাতিসংঘের সদর দপ্তর পুনর্নির্মাণের জন্য দরপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সংস্থাটি তা গ্রহণ না করে নিম্নমানের পণ্য তৈরি করেছে।
ট্রাম্প তার ভাষণের একটি বড় অংশজুড়ে ইরানের প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন। ইরানকে ‘সন্ত্রাসের শীর্ষস্থানীয় পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্রের মতো বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। চলতি বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে ট্রাম্প বলেন, ‘২২ বছর ধরে মানুষ করতে যা চেয়েছিল, আমরা তা করে দেখিয়েছি।’
বিশ্বজুড়ে উদার অভিবাসন নীতিকে ‘উন্মুক্ত সীমান্তের ব্যর্থ পরীক্ষা’ বলে অভিহিত করে তা শেষ করার আহ্বান জানান ট্রাম্প। সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের দেশগুলো জাহান্নামে যাচ্ছে।’ ট্রাম্প দাবি করেন, জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো দেশের কারাগারগুলো বিদেশি বন্দিতে ভরে গেছে।
ট্রাম্প বলেন, ‘ইউরোপ গুরুতর সমস্যায় পড়েছে কারণ অবৈধ ভিনদেশিরা স্রোতের মতো ঢুকছে।’ এসময় তিনি লন্ডনের মেয়র সাদিক খানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ‘ভয়াবহ মেয়র’ বলেও অভিহিত করেন। কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ‘তারা শরিয়া আইন চালু করতে চায়।’
জাতিসংঘ জলবায়ু পরিবর্তনকে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে। তবে ট্রাম্প এই দাবি পুরোপুরি উড়িয়ে দেন। ট্রাম্প জলবায়ু পরিবর্তন হুমকিকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা’ (গ্রেটেস্ট কন জব এভার পার্পেট্রেটেড ইন দ্য ওয়ার্ল্ড) বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আর কোনো গ্লোবাল ওয়ার্মিং নয়, আর কোনো গ্লোবাল কুলিং নয়।’
এছাড়া বিশ্বনেতাদের ‘সবুজ কেলেঙ্কারি’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, ‘অন্যথায় তোমাদের দেশ ব্যর্থ হবে। এবং আমি ভবিষ্যদ্বাণী করতে সত্যিই পারদর্শী।’
ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে, তিনি তার দ্বিতীয় মেয়াদে সাতটি দীর্ঘস্থায়ী ও ‘অসমাপ্ত যুদ্ধ’ শেষ করেছেন। এই তালিকায় ট্রাম্প ভারত-পাকিস্তান, ইসরায়েল-ইরান, কসোভো-সার্বিয়া ও কঙ্গো-রুয়ান্ডার মতো জটিল সংঘাতের নাম উল্লেখ করেন। ট্রাম্প বলেন, অন্য কোনো প্রেসিডেন্ট এর কাছাকাছি কিছুও কখনো করেননি এবং জাতিসংঘ এই সংকট সমাধানে সাহায্যের চেষ্টাও করেনি।
ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা রাশিয়ার জ্বালানি কিনে প্রকারান্তরে নিজেদের বিরুদ্ধে যুদ্ধকে অর্থায়ন করছে। ইউরোপকে এই বিষয়ে ‘আরও সক্রিয় হতে হবে’ বলে পরামর্শও দেন ট্রাম্প। অন্যদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চলমান বৈশ্বিক প্রচেষ্টাকে হামাসের জন্য ‘পুরস্কার’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণটি ছিল তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এক বিশ্বমঞ্চীয় আস্ফালন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো কূটনৈতিক বক্তব্য ছিল না, বরং ছিল তার সমর্থকদের উদ্দেশে দেওয়া একটি নির্বাচনী সমাবেশের বক্তৃতা।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ভাষণে ট্রাম্পের স্বভাবসুলভ রসিকতা, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যে ভর্তি। নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা ধরে দেওয়া এই ভাষণে ট্রাম্প জাতিসংঘ থেকে শুরু করে মিত্র দেশ, অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন—কোনো কিছুকেই ছাড় দেননি।
ভাষণের শুরুতে সরাসরি আয়োজক সংস্থা জাতিসংঘকেই তীব্রভাবে আক্রমণ করেন ট্রাম্প। জাতিসংঘকে ‘ফাঁকা বুলির আড্ডাখানা’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘জাতিসংঘ তার সম্ভাবনার কাছাকাছিও আসছে না... ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না।’
ট্রাম্প তাঁর অতীত জীবনের প্রসঙ্গ টেনে বলেন, একজন রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে তিনি জাতিসংঘের সদর দপ্তর পুনর্নির্মাণের জন্য দরপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সংস্থাটি তা গ্রহণ না করে নিম্নমানের পণ্য তৈরি করেছে।
ট্রাম্প তার ভাষণের একটি বড় অংশজুড়ে ইরানের প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন। ইরানকে ‘সন্ত্রাসের শীর্ষস্থানীয় পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্রের মতো বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। চলতি বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে ট্রাম্প বলেন, ‘২২ বছর ধরে মানুষ করতে যা চেয়েছিল, আমরা তা করে দেখিয়েছি।’
বিশ্বজুড়ে উদার অভিবাসন নীতিকে ‘উন্মুক্ত সীমান্তের ব্যর্থ পরীক্ষা’ বলে অভিহিত করে তা শেষ করার আহ্বান জানান ট্রাম্প। সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের দেশগুলো জাহান্নামে যাচ্ছে।’ ট্রাম্প দাবি করেন, জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো দেশের কারাগারগুলো বিদেশি বন্দিতে ভরে গেছে।
ট্রাম্প বলেন, ‘ইউরোপ গুরুতর সমস্যায় পড়েছে কারণ অবৈধ ভিনদেশিরা স্রোতের মতো ঢুকছে।’ এসময় তিনি লন্ডনের মেয়র সাদিক খানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ‘ভয়াবহ মেয়র’ বলেও অভিহিত করেন। কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ‘তারা শরিয়া আইন চালু করতে চায়।’
জাতিসংঘ জলবায়ু পরিবর্তনকে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে। তবে ট্রাম্প এই দাবি পুরোপুরি উড়িয়ে দেন। ট্রাম্প জলবায়ু পরিবর্তন হুমকিকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা’ (গ্রেটেস্ট কন জব এভার পার্পেট্রেটেড ইন দ্য ওয়ার্ল্ড) বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আর কোনো গ্লোবাল ওয়ার্মিং নয়, আর কোনো গ্লোবাল কুলিং নয়।’
এছাড়া বিশ্বনেতাদের ‘সবুজ কেলেঙ্কারি’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, ‘অন্যথায় তোমাদের দেশ ব্যর্থ হবে। এবং আমি ভবিষ্যদ্বাণী করতে সত্যিই পারদর্শী।’
ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে, তিনি তার দ্বিতীয় মেয়াদে সাতটি দীর্ঘস্থায়ী ও ‘অসমাপ্ত যুদ্ধ’ শেষ করেছেন। এই তালিকায় ট্রাম্প ভারত-পাকিস্তান, ইসরায়েল-ইরান, কসোভো-সার্বিয়া ও কঙ্গো-রুয়ান্ডার মতো জটিল সংঘাতের নাম উল্লেখ করেন। ট্রাম্প বলেন, অন্য কোনো প্রেসিডেন্ট এর কাছাকাছি কিছুও কখনো করেননি এবং জাতিসংঘ এই সংকট সমাধানে সাহায্যের চেষ্টাও করেনি।
ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা রাশিয়ার জ্বালানি কিনে প্রকারান্তরে নিজেদের বিরুদ্ধে যুদ্ধকে অর্থায়ন করছে। ইউরোপকে এই বিষয়ে ‘আরও সক্রিয় হতে হবে’ বলে পরামর্শও দেন ট্রাম্প। অন্যদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চলমান বৈশ্বিক প্রচেষ্টাকে হামাসের জন্য ‘পুরস্কার’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণটি ছিল তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এক বিশ্বমঞ্চীয় আস্ফালন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো কূটনৈতিক বক্তব্য ছিল না, বরং ছিল তার সমর্থকদের উদ্দেশে দেওয়া একটি নির্বাচনী সমাবেশের বক্তৃতা।
গত সপ্তাহে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আলিঙ্গনের প্রতীকী তাৎপর্য স্পষ্ট হয়ে উঠছে।
৪ ঘণ্টা আগেগতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে টানা ভারী বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুর
৬ ঘণ্টা আগেইসরায়েলের বাড়তি আগ্রাসন ও মার্কিন সমর্থনের প্রেক্ষাপটে তুরস্ক নিজেকে ক্রমেই সম্ভাব্য সংঘাতের মুখে দেখছে। আঙ্কারা বলছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে আর ন্যাটো বা ওয়াশিংটনের ভরসায় বসে থাকা সম্ভব নয়। এই বাস্তবতা নতুন আঞ্চলিক জোট ও প্রতিরোধ কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
১ দিন আগেযুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশগুলো বলেছে, ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে তারা এই পদক্ষেপ নিয়েছে।
২ দিন আগে