leadT1ad

‘রিগ্যানের ভাষণ’ নিয়ে বিরোধ, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। কানাডার অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য তাঁর কাছে দুঃখ প্রকাশ করলেও আলোচনা আবার শুরু করা হবে না।

‘আমি তাঁকে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল’, বলেন ট্রাম্প। ‘বিজ্ঞাপনটি মিথ্যা ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।' তবে কার্নি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। তবে, সেই বাণিজ্য ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে।

গত সপ্তাহে অন্টারিও প্রদেশের সরকার ওই বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প আলোচনাটি স্থগিত করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওই বিজ্ঞাপনটিতে রিপাবলিকান দলের জনপ্রিয় নেতা রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণ থেকে উদ্ধৃতি দেখানো হয়। সেখানে বলা হয়েছিল, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে। রিগ্যান মুক্তবাজার ও মুক্তবাণিজ্যের প্রবল সমর্থক ছিলেন।

ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। আল-জাজিরার আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের দল এক মিনিট দৈর্ঘ্যের বিজ্ঞাপন তৈরির সময় রিগ্যানের ভাষণের বিভিন্ন অংশ কেটে একত্র করেছে। তবে বিজ্ঞাপনের সব বাক্যই রিগ্যানের আসল বক্তব্য থেকে নেওয়া।

পরবর্তীতে ফোর্ড বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে বিজ্ঞাপনটি স্থগিত করেন। অন্যদিকে কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। তবে, সেই বাণিজ্য ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে।

খবর: আল-জাজিরা

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত