leadT1ad

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ৫১
রংপুরের পীরগাছা উপজেলার রহমত চর এলাকায় বক্তব্য দিচ্ছেন আখতার হোসেন। ফেসবুক থেকে নেওয়া ছবি

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকার (রংপুর-৪) প্রান্তিক মানুষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় আখতার হোসেন বলেন, 'ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো। কিন্তু সেই উন্নয়নের নামে চলত লুটপাট। প্রবাসীর ঘাম ঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা—সব লুটপাট করে বিদেশে পাচার করতো। এদিকে দেশে বিভিন্ন ইমারত বানাত বিদেশিদের কাছ থেকে ধার করা টাকা দিয়ে। এই লুটপাটতন্ত্র নতুন বাংলাদেশে আর চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।'

আখতার আরও বলেন, 'দেশের প্রচলিত রাজনীতির সংকট, পেশী শক্তির অপব্যবহার, দুর্নীতিসহ সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র আপামর সাধারণ জনগণের কাছে আমাদের দল এনসিপি তুলে ধরছে। আমরা চাই, দেশে নতুন সংবিধান আসুক। চব্বিশ পরবর্তী সময় নয়া বন্দোবস্তের রূপরেখা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।'

রংপুরের পীরগাছা উপজেলার রহমত চর এলাকায় মতবিনিময় চলাকালীন জনগণের স্থানীয় সমস্যা ও সমাধানের বিষয়েও আলোচনা করেন আখতার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত