leadT1ad

জুলাই সনদ বাস্তবায়নে উলামা এলায়েন্সের চার দফা প্রস্তাব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ৪১
‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য চার দফা প্রস্তাব তুলে ধরেছে ন্যাশনাল উলামা এলায়েন্স (এনইউএ)। প্রস্তাবের কেন্দ্রে রয়েছে গণভোটের মাধ্যমে সনদটির সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা করা।

আজ শনিবার (১ নভেম্বর) রাজধানী পল্টনের বিএমএ মিলনায়তনে ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই প্রস্তাবগুলো তুলে ধরা হয়।

ন্যাশনাল উলামা এলায়েন্সের পক্ষ থেকে উত্থাপিত চার দফা প্রস্তাবগুলো হলো প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সনদের ওপর একটি আদেশ জারি করবেন; সেই আদেশের ভিত্তিতে একটি গণভোট আয়োজন করা হবে; গণভোটের মাধ্যমেই সনদটির সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা পাবে এবং জনগণের সরাসরি অংশগ্রহণই হবে সনদ বাস্তবায়নের মূল ভিত্তি।

সভায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার বলেন, ‘সরকার ও জনগণ একযোগে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক বৈধতা নিশ্চিত করবে। পরে গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন সম্পন্ন করবে। এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা।’

সভায় সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব। সনদে থাকা “নোট অব ডিসেন্ট” কোনো অস্থিতিশীলতার ইঙ্গিত নয়; বরং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই প্রশ্নের সমাধানই হবে গণতান্ত্রিক ও বাস্তবসম্মত পথ।’

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশে নতুন সংবিধান আসবে, যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা সমুন্নত থাকবে। অথচ দেখা যায়, শেখ হাসিনা যেভাবে সংবিধানের ওপরে উঠে কাজ করেছেন, এখনও অনেক দল সেটা করতে চায়।’

আলোচনায় আরও অংশ নেন সাধারণ আলেম সমাজের সভাপতি মাওলানা রিদওয়ান হাসান, তরুণ আলেম প্রজন্মের সভাপতি মাওলানা মাবরুরুল হক, মাওলানা ইফতেখার জামিল চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত