leadT1ad

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০: ৩৬
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের তিন নম্বর ভবনে আগুন। সংগৃহীত ছবি

মালয়েশিয়ার বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ারের তিন নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।

কুয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরী অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বেরনামার সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারস ‘টুইন টাওয়ার’ নামেও পরিচিত। কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাটের (সিটিবিইউএইচ) আনুষ্ঠানিক সংজ্ঞা এবং র‍্যাংকিং অনুসারে, ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এরপর তাইপে-১০১ তৈরি হলে, তা উচ্চতায় এদের ছাড়িয়ে যায়।

পেট্রোনাস টাওয়ার-৩ একটি ৬০ তলা, ২৬৭ মিটার উঁচু আকাশচুম্বী ভবন। এটি মালয়েশিয়ার অষ্টম সর্বোচ্চ ভবন। এটিও পেট্রোনাস টাওয়ারস কমপ্লেক্সেরও অংশ। ২৪৬ মিটার উঁচু এই ভবনটির উপরে ২১ মিটার উঁচু মুকুটের মতো কাঠামো রয়েছে, যা এটিকে ২৬৭ মিটার উঁচু করে তোলে।

Ad 300x250

সম্পর্কিত