leadT1ad

নভেম্বরের শুরুতেই ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ৪৮
শনিবার (০১ নভেম্বর ২০২১) সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। ছবিটি মৌচাক এলাকা থেকে তোলা । ছবি: ফোকাস বাংলা নিউজ

নভেম্বরের শুরুতেই রাজধানী ঢাকায় নেমে এলো অপ্রত্যাশিত বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দিনের শেষ বিকেলে যেন ফিরে এলো বর্ষার আমেজ। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সন্ধ্যায় জানানো হয়, সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য বলছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি চলাকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের হেডলাইট জ্বলতে দেখা যায়। অফিসফেরত অনেক মানুষ সড়কে আটকা পড়েন, অনেকে ছাতা না থাকায় ভিজে যান। শহরের কিছু এলাকায় পানি জমে যানজটেরও সৃষ্টি হয়।

নভেম্বরের এই বৃষ্টিতে মিরপুর এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, নর্দ্দা, মোহাম্মদপুর, ধানমন্ডি, পল্টন, পুরান ঢাকা, নিউমার্কেটসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

এদিকে শুধু রাজধানীতেই নয় টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়ও বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বিকেলের বৃষ্টিপাত ছিল সেই পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।

শনিবার (০১ নভেম্বর ২০২১) সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী।  ছবিটি পলাশী এলাকা থেকে তোলা । ছবি: ফোকাস বাংলা নিউজ
শনিবার (০১ নভেম্বর ২০২১) সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। ছবিটি পলাশী এলাকা থেকে তোলা । ছবি: ফোকাস বাংলা নিউজ

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরাঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

কেন এত বৃষ্টি

গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোন্থা' মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি বুধবার দুপুরে ওই প্রদেশের বাপাটলা উপকূলে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

প্রথমদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব তেমন ছিল না, তবে দুই দিন পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়।

এখন বাংলাদেশে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে মোন্থার প্রভাব রয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, মোন্থা দুর্বল হলেও এটি ভারতের কয়েকটি প্রদেশে এখনো সক্রিয়। এসব এলাকায় বৃষ্টিও ঝরাচ্ছে। ঘূর্ণিঝড়টি পশ্চিমে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমে যেতে বাধার সৃষ্টি করেছে আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি ক্রমে উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘রোববার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এরপর আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ৫ নভেম্বরের পর কিছু এলাকায় আবারও বৃষ্টি হতে পারে।'

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত