.png)

স্ট্রিম ডেস্ক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় দেশগুলোতে সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছেন।
শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দেশকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হয়। তিনি বলেন, বর্তমান সময়ে শাসনব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা।
‘সাধারণ মানুষ এখন আরও সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। তার প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি, আর রাষ্ট্রেরও স্বার্থ আছে তাকে সন্তুষ্ট রাখায়’, বলেন দোভাল।
তিনি বলেন, একটি দেশের শক্তি নিহিত থাকে তার শাসনব্যবস্থায়। ‘সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, আর জাতি গঠনের মূল কারিগর তারা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করে’, যোগ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে—শাসন কাঠামো, সামাজিক গঠন ও বৈশ্বিক অবস্থান—সবকিছুতেই পরিবর্তন আসছে।
দোভাল জানান, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে যেসব কাঠামোগত পরিবর্তন এনেছে, তা গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, সামনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
পরিবর্তনের সময়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে দোভাল বলেন, ‘ঝড় বা প্রতিকূলতার মধ্যেও যেন কেউ লক্ষ্যচ্যুত না হয়। নিজেকে প্রস্তুত রাখতে হবে—এটাই ছিল বল্লভভাই প্যাটেলের জীবনের শিক্ষা।’
তিনি বলেন, স্বাধীনতার পর ৫০০-র বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের ঐক্য গড়ে তোলার কৃতিত্ব প্যাটেলের। তাঁর দূরদৃষ্টির ফলেই ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’ কাঠামো গড়ে ওঠে, যা ভারতে শক্তিশালী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।
সুশাসনের অংশ হিসেবে দোভাল নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।
‘নারীর ক্ষমতায়ন আধুনিক যুগের সুশাসনের অপরিহার্য শর্ত। শুধু ভালো আইন করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও দরকার’, বলেন দোভাল।
তিনি আরও বলেন, শাসনব্যবস্থায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—যে প্রযুক্তি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়ায়। একই সঙ্গে প্রযুক্তিজনিত সাইবার হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে।
সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার 'রাষ্ট্রীয় ঐক্য দিবস' চালু করে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করেন। প্রতি বছর ৩১ অক্টোবর, প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করে ভারত।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় দেশগুলোতে সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছেন।
শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দেশকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হয়। তিনি বলেন, বর্তমান সময়ে শাসনব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা।
‘সাধারণ মানুষ এখন আরও সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। তার প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি, আর রাষ্ট্রেরও স্বার্থ আছে তাকে সন্তুষ্ট রাখায়’, বলেন দোভাল।
তিনি বলেন, একটি দেশের শক্তি নিহিত থাকে তার শাসনব্যবস্থায়। ‘সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, আর জাতি গঠনের মূল কারিগর তারা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করে’, যোগ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে—শাসন কাঠামো, সামাজিক গঠন ও বৈশ্বিক অবস্থান—সবকিছুতেই পরিবর্তন আসছে।
দোভাল জানান, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে যেসব কাঠামোগত পরিবর্তন এনেছে, তা গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, সামনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
পরিবর্তনের সময়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে দোভাল বলেন, ‘ঝড় বা প্রতিকূলতার মধ্যেও যেন কেউ লক্ষ্যচ্যুত না হয়। নিজেকে প্রস্তুত রাখতে হবে—এটাই ছিল বল্লভভাই প্যাটেলের জীবনের শিক্ষা।’
তিনি বলেন, স্বাধীনতার পর ৫০০-র বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের ঐক্য গড়ে তোলার কৃতিত্ব প্যাটেলের। তাঁর দূরদৃষ্টির ফলেই ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’ কাঠামো গড়ে ওঠে, যা ভারতে শক্তিশালী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।
সুশাসনের অংশ হিসেবে দোভাল নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।
‘নারীর ক্ষমতায়ন আধুনিক যুগের সুশাসনের অপরিহার্য শর্ত। শুধু ভালো আইন করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও দরকার’, বলেন দোভাল।
তিনি আরও বলেন, শাসনব্যবস্থায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—যে প্রযুক্তি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়ায়। একই সঙ্গে প্রযুক্তিজনিত সাইবার হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে।
সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার 'রাষ্ট্রীয় ঐক্য দিবস' চালু করে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করেন। প্রতি বছর ৩১ অক্টোবর, প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করে ভারত।
.png)

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে ৮ নারীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কাসিবুগা শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
সামিয়ার দল সিসিএম স্বাধীনতার পর থেকে তানজানিয়ার রাজনীতিতে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। তারা কখনো নির্বাচনে হারেনি।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার ঘটনার জেরে এমন সিদ্ধান্ত।
১৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ারের তিন নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে