leadT1ad

ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

‘নিজেদের সংকট নিজেরাই সমাধান করেছি, বিশ্বকে নতুন পথ দেখিয়েছি’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ২০
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’ সফলভাবে তৈরি এবং এর বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সনদকে জাতির জন্য এক ‘ঐতিহাসিক ও মূল্যবান দলিল’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, এটি কেবল আগামী নির্বাচনের পথকেই সুগম করবে না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির পথনির্দেশক হিসেবে কাজ করবে।

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ অভিনন্দন জানান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ গতকাল ৩১ অক্টোবর শেষ হয়েছে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার, যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে, এদেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না এবং যা আমাদের জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়ন ঘটাবে ও সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সবচেয়ে আশার কথা হচ্ছে, আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি, একমত হয়েছি। বাইরের কেউ আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে রাজনৈতিক সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে আমরা বিদেশিদের আসতে দেখেছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে, আমাদের নিজেদের সংকট নিজেদেরই সমাধান করতে হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বিশ্ববাসীকে বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে আমরা নিজেরাই বিশ্ববাসীর দরবারে আমাদের জাতীয় ঐক্যকে তুলে ধরেছি।’

তিনি এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করার জন্য দেশের সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

জুলাই সনদকে সারা বিশ্বের জন্য একটি ‘অনন্য দৃষ্টান্ত’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি। এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে। পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশগঠনের পদক্ষেপ হিসেবে “ঐকমত্য কমিশন” গঠনের কথা বিবেচনা করবে।’

জাতীয় ঐকমত্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের সকলের মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে, তা ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত