leadT1ad

৪৩তম নন-ক্যাডার প্রার্থীদের টিএসসি অবরোধ, ভোগান্তি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০০: ০৭
৪৩তম নন-ক্যাডার প্রার্থীদের টিএসসি অবরোধ। স্ট্রিম ছবি

বিধি সংশোধন করে ৪৩ বিসিএসের নন-ক্যাডারদের মধ্যে পদ বিতরণ ও ২০২৩ সালের আইন সংশোধনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড় অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি-প্রত্যাশীরা৷ রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণত যাত্রীরা৷

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাস্তা অবরোধ করেন তাঁরা৷ এর আগে, বিকাল সাড়ে চারটায় শাহবাগ মোড়ে পুলিশী আক্রমণের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা৷

সরিজমিনে দেখা গেছে, রাজু ভাস্কর্যের চারপাশের রাস্তা বন্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা৷ এতে আটকে গেছেন এই পথের যাত্রীরা৷ অ্যাম্বুল্যান্স ছেড়ে দিলেও, গুরুতর অসুস্থ অনেক রোগীকে আটকে থাকতে দেখা গেছে৷

মোহাম্মদ বিল্লাল হোসেন নামে একজন বলেন, ‘নিউরো সাইন্স হাসপাতাল থেকে আমার রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে নিতে বলেছে৷ এখানে এসে দেখি রাস্তা বন্ধ৷ আমাদের যেতে দিবে কিন্তু এই যে বসে থাকতে হইলো, এটার দায় আসলে কার? এর মধ্যে যদি রোগীর কিছু হয়ে যায়!’

সোহাগ হোসেন নামে একজন আন্দোলনকারী স্ট্রিমকে বলেন, '৪৩-এ আমরা ভাইভা দিলাম, যারা ক্যাডার হলেন, তাঁরা তো হলেন। আর বাদবাকি সাড়ে ছয় হাজার প্রার্থীদেরকে পদবঞ্চিত করে নিয়োগ-বাণিজ্য করার চেষ্টা করতেছে পিএসসি৷ তার প্রতিবাদে আমরা দুই বছর ধরে লাগাতার আন্দোলন করছি আর এরা আমাদের যৌক্তিক দাবিকে না মেনে নিয়ে আমাদের ওপর পুলিশি লাঠিচার্জ করছে বারবার।'

সোহাগ অভিযোগ করে বলেন, ‘আজ বিকাল সাড়ে ৪টার দিকে আমাদের অন্তত ৫০ জনের মত পোলাপানরে পিটায়ে একদম শেষ করে ফেলছে।'

শফিকুল ইসলাম নামে একজন নন-ক্যাডার চাকরি-প্রত্যাশী স্ট্রিমকে বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদা দেওয়া হয়েছে ৯ হাজার ২ শ পদের, আর আমরা ৪৩ বিসিএস নন-ক্যাডার আছি সাড়ে ছয় হাজার। মানে আমাদের যদি ওইসব ন্যায্য পদগুলা দিয়ে দেয়, তাহলে আমরা এই আন্দোলন ইস্তফা দিব। আর তা না হলে আমাদের আন্দোলন লাগাতার চলবে।

যাত্রীদের ভোগান্তিদের ব্যাপারে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরাও চাই না এই রাস্তাঘাটে পড়ে থাকতে। হয় আমরা চাকরিক্ষেত্রে ফিরে যাব, ন্যায়বিচার পাব অথবা আমরা হচ্ছে পড়ার টেবিলে ফিরে যাব।’

এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর স্ট্রিমকে বলেন, ‘তাদের ওপরে কোনো লাঠিচার্জ করা হয়নি৷ তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাচ্ছিল, শাহবাগ মোড়ে আটকে তাঁদেরকে আটকে দিয়েছি৷’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত