leadT1ad

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারীসহ ৯ জনের মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৯: ৫০
হুড়োহুড়ির এক পর্যায়ে ভক্তরা দোতলায় ওঠার সময় ভিড়ের চাপে একটি রেলিং ভেঙে পড়লে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে ৮ নারীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কাসিবুগা শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পরিচালিত ওই মন্দিরটিতে প্রায় ২৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। মন্দিরে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা কোনো পথ ছিল না। হুড়োহুড়ির এক পর্যায়ে ভক্তরা দোতলায় ওঠার সময় ভিড়ের চাপে একটি রেলিং ভেঙে পড়লে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই পদদলনের ঘটনা ঘটে।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনার তদন্ত করা হবে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়াই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত না করায় সেখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করা যায়নি।

ভারতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরেই দেশটিতে বেশ কয়েকটি বড় পদদলনের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে তামিলনাড়ু রাজ্যে জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুনে কর্ণাটক রাজ্যের একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে কমপক্ষে ১১ জন নিহত হন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত