রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল তৃতীয়বারের মতো পুনর্বিন্যাস করা হয়েছে। ১৩ দিন পেছানো হয়েছে ভোটগ্রহণের সময়। এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করেছে ছাত্রদল ছাড়া ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। আজ বুধবার রাকসুর নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করেছে।
সারা দেশে ৩৫ বছরে ছাত্র-সংসদ নির্বাচন হয়েছে মাত্র একবার
কেন এত বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি—এর কোনো সদুত্তর কখনোই কোনো সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। বহুদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্লাটফর্ম শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এলেও সে দাবি বাস্তবায়ন করেনি প্রশাসনগুলো।